স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ব্যর্থতার কারণেই সেঞ্চুরির আক্ষেপ রয়ে গেলো নিউজিল্যান্ড তারকা ওপেনার টিম শিপার্টে। তিনি দুর্দান্ত ক্রিকেট খেলেও শতরানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।
টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৬০ হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে মাত্র ৩৮ বলে ৬টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ৯৭ রান করে অপরাজিত থাকেন ওপেনার টিম শিপার্ট। তিনি মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করা সম্ভব হয়নি নিউজিল্যান্ড ওপেনার টিম শিপার্টের। তিনি ৯৭ রানে নট-আউট থেকে যান। পাকিস্তান খারাপ ব্যাটিংয়ে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে না পারায় সেঞ্চুরি করা হয়নি শিপার্টের। তা নাহলে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের রেকর্ড গড়ার সুযোগ ছিল তার সামনে।
এছাড়া এই ম্যাচে ফিন অ্যালেন ১২ বলে করেন ২৭ রান। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। পাকিস্তানের হয়ে ২ ওভারে ৬ রান খরচ করে ২টি উইকেটই তুলে নেন সুফিয়ান মুকিম। ৫ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হন জেমস নিশাম। ৫ ম্যাচে ২৪৯ রান করে সিরিজের সেরার পুরস্কার জিতেন টিম শিপার্ট।
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৪০