নওগাঁপ্রতিনিধি : নওগাঁ আইনজীবী সহকারী সমিতির কার্যকরী কমিটি ২০২৫ এর নির্বাচনে আতাউর রহমান বাবুল সভাপতি ও আনোয়ার হোসেন নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টা থেকে নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন কার্যালয়ের ২য় তলায় উৎসব মুখর পরিবেশে বিরতী বিহীন ভাবে ভোট গ্রহন চলে বিকেল ৩টা পর্যন্ত। নির্বাচনে ৫৫৫ জন ভোটারের মধ্যে ৫৩০ জন তাদের ভোটাধিকার প্র্য়োগ করেন।
ভোট গনণা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার এ্যাড.এম. এইচ. এম জাহাঙ্গীর আলম এ ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে আতাউর রহমান বাবুল ২৩০ ভোট ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ সভাপতি আ: বারী, হেলাল উদ্দীন, সহ সাধারণ সম্পাদক প্রশাসন হারুন রশীদ হারুন, সহ-সাধারণ সম্পাদক দপ্তর সাইফুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জীবন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ধর্ম ও আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ আঃ রশীদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মঞ্জরুল আলম, সদস্য পদে আরিফুল ইসলাম, আব্দুর রহমান, ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম, সোহেল রানা , এস এম জিল্লুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে নির্বাচন কমিশনার হিসেব দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড.এম. এইচ. এম জাহাঙ্গীর আলম ও রিটানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড্যা. শওকত ইলিয়াস কবির, নওগাঁ আইনজীবী সহকারী সমিতির সদস্য রাহেনুল ইসলাম খান রনি।
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/দুপুর ১:৩১