এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) শহরের কামিল মাদ্রাসা ভবনে উপজেলা শাখার এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চৌগাছা উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জাময়াতের সেক্রেটারী অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবু জাফর বলেন, আগষ্ট বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে অপশাসন ও দুঃশাসন মুক্ত, বৈষম্যহীন, ইনসাফপূর্ন, তারুন্য সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, জামায়াত দেশ ও জাতির স্বার্থে সব সময় দায়িত্বশীল আচরন করে এসেছেন। কিন্তু আমরা এদেশে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল। তারপরও আমরা বরাবর পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি।
তিনি আরো বলেন, বিশ্ব মুসলিম জাতীর ঐক্যবদ্ধ না থাকার কারনে আজ ফিলিস্তিন ভারতসহ সারা বিশ্বে মুসলমানরা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজানে ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশু-কিশোরদের হত্যা করছে জায়নবাদীরা। গাজায় নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান তিনি।
সম্মেলন থেকে ফিলিস্তিন ও ভারতসহ সারা বিশ্বের মুসলমানদের হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা জাময়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল-মামুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা. নুরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দীন, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহমেদ, মাওলানা. গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমীর মাওলানা. আব্দুল খালেক প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখা ও পৌরসভার রুকনগণ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪৪