স্পোর্টস ডেস্ক : প্রথম দুই টি-টোয়েন্টিতে হারের পর হাসান নওয়াজের দুর্দান্ত এক সেঞ্চুরিতে তৃতীয় ম্যাচে সিরিজে ফিরেছিল পাকিস্তান। দেশটির ক্রিকেট অনুরাগীরা স্বপ্ন দেখছিলেন, হয়ত চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের গল্প লিখে সিরিজ জিতবে পাকিস্তান। কিন্তু সে আশায় গুঁড়েবালি!
টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ব্যাটাররা এদিন শুরু থেকেই আক্রমণাত্মক কায়দায় খেলেছেন। দুই ওপেনারই ব্যাট করেছেনব দুইশর ওপর স্ট্রাইকরেটে। এর মধ্যে ২২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৪ রান করেছেন টিম সেইফার্ট। আর দলীয় সর্বোচ্চ ৫০ রান এসেছে অন্য ওপেনার ফিন অ্যালেনের ব্যাটে। তার ২০ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার।
শেষদিকে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ২৬ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস দুইশ ছাড়ায় নিউজিল্যান্ডের স্কোর। পাকিস্তানি বোলারদের হতশ্রী দিনে ২৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন পেসার হারিস রউফ। ২২১ রান তাড়া করতে নামা পাকিস্তানের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত বেদনার। ১১ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল দুইজন–আবদুল সামাদ এবং ইরফান খান। এর মধ্যে মিডল অর্ডার ব্যাটার সামাদের ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৪৪ রান। ২৪ রান এসেছে ইরফানের ব্যাটে।
দুই কিউই পেসার জ্যাকব ডাফি এবং জাকারি ফুকসের আগুনে বোলিংয়ে খাবি খেয়েছে পাকিস্তান। ডাফি স্রেফ ২০ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট। ২৫ রানে ৩ উইকেট ঝুলিতে পুরেছেন ফুকস। আগামী ২৬ মার্চ ওয়েলিংটনে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। সিরিজের ফল নিশ্চিত হয়ে যাওয়ায় সে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।
কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:২০