ডেস্ক নিউজ : রমজানে কোনো কারণে কেউ রোজা রাখতে না পারলে বা রোজা পালন করতে গিয়ে কোনো ত্রুটি হলে অথবা রোজা রাখার পর তা ভেঙে গেলে তার প্রতিকারস্বরূপ ইসলাম যে বিধান দিয়েছে, তাকেই রোজার কাজা-কাফফারা ও ফিদিয়া বলা হয়।
একটি রোজার পরিবর্তে একটি ফিদিয়া ওয়াজিব হয় (আদদুররুল মুখতার: ২/৪২৬) মনে রাখতে হবে, পরবর্তী সময়ে ওই ব্যক্তি যদি সুস্থ হয়ে রোজা রাখার মতো শক্তি ও সাহস পায়, তাহলে তার আগের রোজার কাজা আদায় করতে হবে। তখন আগে আদায়কৃত ফিদিয়া সদকা হিসেবে গণ্য হবে।
কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫