স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ রিজওয়ানকে উপহাস করে বানানো ব্রাড হগের ভিডিও পছন্দ হয়নি অনেকের। অস্ট্রেলিয়ান সাবেক তারকাকে কেউ কেউ অপেশাদার বলছেন। কেউ এনেছে মানহানির অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে নেগেটিভ কমেন্টই বেশি। পাকিস্তানের ক্রিকেটার আমের জামাল সোজাসুজি বলে দিয়েছেন হগের টিকটক করা উচিত।
উপমহাদেশের ক্রীড়াবিদদের ইংলিশে দুর্বলতা নতুন কিছু নয়। ক্রিকেটাররা তো আছেনই, বিশ্বে কিংবদন্তি ফুটবলারও এমন আছেন যারা ইংলিশে ততটা স্বতঃস্ফূর্ত নন। এমন বিষয় ভিডিওর জন্য বেছে নেন হগ। তবে সাবেক অস্ট্রেলিয়ান তারকার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। একজন বিশ্বকাপজয়ী সাবেক তারকার উদ্দেশ্যমূলক উপহাস করা ভিডিও দেখে ক্ষেপেছে সমর্থকরা। পিন্ডি চটকিয়েছেন জামালও।
হগ মূলত রিজওয়ানের ইংলিশ দক্ষতা প্রমাণের জন্য একটি ভিডিও বানান। ৫৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় তিনি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে কথা বলছেন। সেখানেই তাচ্ছিল্য করছিলেন, হাসছিলেন হগ। ভিডিওতে হগ একজন ব্যক্তিকে রিজওয়ান হিসেবে দাঁড় করিয়েছিলেন। যিনি রিজওয়ানের মতো উচ্চারণে অভিনয় করেন। হগ প্রশ্ন করেন, বিরাট কোহলি সম্পর্কে কি ভাবেন আপনি?
অভিনয় করা রিজওয়ান বলেন, ‘বিরাট কোহলি পানি পান করেন, আমিও পানি পান করি। সে খাবার খায়, আমিও খাই। কোনো পার্থক্য নাই।’ উত্তর নেওয়ার সময় হাসছিলেন হগ। রিজওয়ানের নাম করে আরও কয়েকটি প্রশ্ন করেন হগ।
৫৬ সেকেন্ডের সেই ভিডিওটি ভালো লাগেনি জামালের। টুইটে তিনি লেখেন, ‘টুইটার ও অন্য সোশ্যাল মিডিয়াতে আসা একটি ভিডিও দেখেছি। ব্র্যাড হগের মতো একজন যিনি নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটার পরিচয় দেন, তার জায়গা থেকে রিজওয়ানের ইংলিশ যেটি কিনা ওর দ্বিতীয় নয় তৃতীয় ভাষা তা নিয়ে ব্যঙ্গ করাটা খুবই লজ্জাজনক কাজ। আমি বলব আপনি টিকটকার হওয়ার চেষ্টা করুন, আপনার ফলোয়ার দরকার—অন্যদের নিয়ে মজা করে মানুষের নজরে আসার জন্য। এটিই আপনার প্ল্যাটফর্ম, ক্রিকেটের মাঠ নয়।’
অস্ট্রেলিয়ার হয়ে ১২৩ ওয়ানডেতে ১৫৬ উইকেট নিয়েছেন হগ। ছিলেন ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপজয়ী দলে। সেই বিষয়টি সামনে এনে অনেকে বলেছেন, হগ বড় খেলোয়াড় হতে পেরেছে, তবে সম্মান দেওয়া শিখেনি এতটুকুও!
কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৫,/বিকাল ৫:০০