জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ব্রাম্মণবাড়ীয়াকে ৪০ রানে পরাজিত করে প্রথম জয় তুলে নিয়ে গ্রুপ নরসিংদী জেলা ক্রিকেট টিম। মঙ্গলবার চুয়াডাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামে নরসিংদী জেলা বনাম ব্রাক্ষণবাড়িয়া জেলার প্রথম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে নরসিংদীকে ফিল্ডিং নেয় ব্রাহ্মণবাড়িয়া।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৫ ওভারে নরসিংদী ২৪৫ রানের টার্গেট দেয় ব্রাহ্মণবাড়িয়া কে। জবাবে ব্রাহ্মণবাড়িয়া ২০৫ রানে অলআউট হয়। প্রথম রাউন্ড রাউন্ড শেষে পরবর্তি রাউন্ড কক্সবাজারে অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা নরসিংদী জেলা ক্রিকেট টিমের সাথে আছেন ক্রীড়া ব্যাক্তিত্ব জাহিদুল কবীর ভুইয়া, চেম্বার অব কমার্সের পরিচালক ইরফান আহমেদ রিপন মোল্লা। তারা জেলা ক্রিকেট টিমের জন্য জেলাবাসীর দোয়া চেয়েছেন।
কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৩