স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে রাজনৈতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার মনিরামপুর পৌরশহেরর শহীদ মশিউর রহমান মিলনায়তনে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনেপ্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী, উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব রশীদ বিন ওয়াক্কাস, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু, জামায়াত নেতা মাওলানা লিয়াকত আলী, মহিউল ইসলাম, পৌর সেক্রেটারী অধ্যাপক আব্দুল্লাহ মোড়ল প্রমুখ। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫