বিনোদন ডেস্ক : সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে অংশ নেন জ্যোতিষী সুশীল। ওই সাক্ষাৎকারে তিনি জানান, ৬৭ বছর বয়সে মারা যাবেন শাহরুখ ও সালমান। দুই তারকার কোষ্ঠী বিচার করে তিনি ইঙ্গিত পান একই সালে মৃত্যু হবে দুজনের।
প্রসঙ্গত, সুশীল কুমার সিং ভারতের প্রখ্যাত একজন জ্যোতিষী। বলিউডের অসংখ্য নামিদামি তারকা আগাম ভবিষ্যত সম্পর্কে জানতে তার কাছে আসেন হাত ও কোষ্ঠী দেখাতে। জ্যোতিষীর এমন ভবিষ্যদ্বাণীতে তাই দিশেহারা শাহরুখ ও সালমান ভক্তরা।
কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৫,/দুপুর ২:৪৪