স্পোর্টস ডেস্ক : বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। টুর্নামেন্ট সম্পর্কে কিছু দিন পরপর নতুন নতুন তথ্য দিয়ে যেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে তারা। নতুন আঙ্গিকে সাজানো ক্লাব বিশ্বকাপে এবার সুযোগ মিলেনি কাতালান ক্লাবটির। জানা গেছে, এই টুর্নামেন্টে না খেলায় বার্সেলোনা আর্থিক ক্ষতি প্রায় ৫০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬০ কোটি টাকা।
আয় বেশি হওয়ায় টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে মোটা অঙ্কের প্রাইজমানি দেবে সংস্থাটি। টুর্নামেন্টের পরবর্তী আসরের প্রাইজমানি প্রায় এক বিলিয়ন ডলার বা ৯২৮ মিলিয়ন ইউরো। উদাহরণস্বরূপ ক্লাব বিশ্বকাপে শুধুমাত্র অংশগ্রহণ করলেই রিয়াল মাদ্রিদ ৩৫ মিলিয়ন ইউরো পাবে এবং শিরোপা জিতলে এই অঙ্ক পৌঁছাবে ১৪৫ মিলিয়নে। অন্যদিকে বার্সার জায়গায় সুযোগ পাওয়া আতলেতিকো মাদ্রিদ কেবল গ্রুপ পর্বে খেলেই ২০ মিলিয়ন ইউরো অর্জন করবে এবং পরবর্তী পর্বে গেলে এ আয় বেড়ে হবে ৫০ মিলিয়ন ইউরো।
কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৯:৩৩