শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৪৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের শান্তি সম্প্রীতি উন্নয়নের পাশাপাশি পাহাড়ের পিছিয়ে পড়া  খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর  ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যেগে দুর্গম জনপদে চিকিৎসা বঞ্চিত দু:স্থ, অসহায় পাহাড়ি জনগনের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা, দুস্থ,মানুষের মাঝে ইফতার সামগ্রী, শীতবস্ত্র, সেলাই মেশিন,ডেউটিন,নগদ আর্থিক সহায়তা, বিতরণ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।রবিবার  (০৯ মার্চ ২০২৫ ইং) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় জোনের উদ্যােগে  নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মসূচীর অসহায় দুস্থ,মানুষের মাঝে ইফতার সামগ্রী, শীতবস্ত্র, সেলাইমেশিন,ডেউটিন,নগদ আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা কার্যত্রুমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল কৌশিক জাহান, পিএসসি, জি। 
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এড.মনজিলা আক্তার ঝুমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া এিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল পদস্থ সাময়িক কর্মকর্তা সহ উপকারভোগী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা জোনের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে  আগুনে পুড়ে যাওয়া ১টি পরিবারের ঘর নির্মাণ, সড়ক দুর্ঘটনায় আহত ১ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ১ জন পাহাড়ি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ১টি অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন, ২০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০টি পরিবারকে ইফতার সামগ্রী (যেমনঃ চাল, আটা, চিনি, ছোলা, খেজুর, সেমাই) প্রদান করা হয়।
এছাড়াও স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ এন এম ইমতিয়াজ চৌধুরী,  পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে মোট ২৩৩ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২৮২ জন বাঙালি নারী ও পুরুষসহ সর্বমোট ৫১৫ জন’কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও ডাঃ শরিফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কর্তৃক গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহণকারীদের সাথে কুশল বিনিময় করেন জোন কমান্ডার, মাটিরাঙ্গা জোন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল কৌশিক জাহান, পিএসসি, জি বলেন জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে জানিয়ে তিনি আরো বলেন,   আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। সর্বোপরি আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। একইভাবে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখার চেষ্টা করবে।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit