রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু মধ্যরাতে চবিতে সংঘর্ষে আহত ৬০, সব পরীক্ষা স্থগিত আগাছা নাশক স্প্রে করে জমির ফসল নষ্ট করার অভিযোগ এশিয়া কাপের সময়সূচিতে বড় পরিবর্তন, নেপথ্যে কী দৌলতপুরে ৪ বছরে ও মিলেনি বৃত্তির টাকা : ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকগণ বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ত্রিপুরা ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, কেউ প্রতিহত করতে পারবে না’ সন্তান জন্মের পর অর্থকষ্টে গহনা বিক্রি করেন অপু বিশ্বাস! ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনের গোলে জিতে টেবিলের শীর্ষে চেলসি ‎”ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে” লালমনিরহাটে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

দলে শৃঙ্খলা ফেরাতে মরিয়া রাঙামাটি জেলা বিএনপি; ৪০ নেতাকর্মীকে বহিস্কারাদেশ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৭৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : উচ্ছৃঙ্খল ও নৈতিক স্থলন হওয়া নেতাকর্মীদের দমনে কঠোর হচ্ছে রাঙামাটি জেলা বিএনপি। মুষ্টিমেয় অপকর্মকারিদের বিরুদ্ধে একের পর এক বহিস্কারাদেশ দিয়ে পুরো জেলাজুড়েই তৃণমুল নেতাকর্মীদের শৃঙ্খলা ধরে রাখার আপ্রাণ চেষ্ঠা চালানো হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ। গত ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি সপ্তাহ পর্যন্ত অন্তত ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কারাদেশ দিয়েছে জেলা বিএনপি। বিশৃঙ্খলাকারিদের মধ্যে রাঙামাটি সদরের পাশাপাশি জেলার বাঘাইছড়ি, কাউখালী, কাপ্তাই উল্লেখযোগ্য। তবে বাঘাইছড়িতেই বহিস্কারের সংখ্যা বেশি।    

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেছেন, কেন্দ্রে অনুষ্ঠিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তনুসারে তারেক রহমানের নির্দেশনানুসারে আমরা দলকে আগামীর জন্য সুশৃঙ্খলভাবে সাজানোর আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। এতে করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের কোনো ধরনের শৈতল্য আমরা দেখাচ্ছিনা। যারাই অপকর্মের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিবো আমরা। দলীয় সূত্র জানায়, ভারত সীমান্ত দিয়ে আনা অবৈধ সিগারেট পাঁচার, চাঁদাবাজি, দখলবাজি, মারামারিসহ নানান অপকর্মের অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি।

প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর ইতোমধ্যেই অন্তত ৪০ জনকে বহিস্কার করা হয়েছে। সর্বশেষ ৭ই মার্চ রাঙামাটির কাউখালী উপজেলায় ৩ জন ও বাঘাইছড়িতে ৫ বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকে বহিস্কার করা হয়েছে। কাউখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের স্বাক্ষরিত বহিস্কারাদেশ পত্রে উল্লেখ করেন,ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারন সম্পাদক মোঃ সেলিম মাহমুদ, কাউখালী উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা তাতীঁদলের যুগ্ম সম্পাদক মোঃ রিপন মিয়া, আপনারা দলীয় পদ পরিচয় দিয়ে নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অনৈতিক অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

আপনারা নিজ স্বার্থে দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী অনৈতিক কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন। তারা সকলেই অবৈধ বিদেশী সিগারেট পাচারের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যৌথবাহিনীর হাতে ৩২ লাখ টাকার সিগারেটসহ আটক হয়। উল্লেখ্য যে মোঃ সেলিম মাহমুদের দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডের কারনে ইতিপূর্বে তাহার বিরুদ্ধে ২ বার দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা করেছে। এরপরও ৭ই মার্চ তারিখে জারিকৃত বহিস্কারাদেশ পত্রে উল্লেখ করা হয়, উপরোক্ত তিনজনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের/অংগ সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক সাময়িক বহিস্কার করা হলো।

অপরদিকে, একইদিনে রাঙামাটির বাঘাইছড়ির পাঁচ নেতাকে বহিস্কার করা হয়েছে। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়,বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আশ্রাফ আলী, সদস্য মোঃ আইয়ুব আলী, প্রকাশ সরকার ও পৌর যুবদলের সদস্য খোরশেদ জর্জকে সকল পর্যায়ের দলীয় সকল পদ পদবী ও পদের কার্যক্রম দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যন্তরিণশৃংখলা রক্ষার প্রয়োজনে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সেই সাথে বাঘাইছড়িতে জেলা কর্তৃক অনুমোদন বিহীন শ্রমিকদলের পৌর ও থানা কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে উক্ত বহিস্কারাদেশ পত্রে।

এদিকে, এই বহিস্কারাদেশ এর ব্যাপারে নিজের মন্তব্য জানিয়ে, পৌর যুবদলের সদস্য সাবেক ছাত্রনেতা খোরশেদ জর্জ বলেন, আমি দুই গ্রুপের মারামারির ঘটনা শুনেই সেখানে গিয়ে উভয় পক্ষকে রক্ষার চেষ্ঠা করেছি। এতে সেসময় আমি পা কেটে ইনজুরও হয়েছি। এরপরও আমার বিরুদ্ধে উঠা অভিযোগ সম্পর্কে আমার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। বিগত দিনে অত্যন্ত সচেতনতার সহিত রাজনীতি করেছি আমি। কখনো কোনো প্রকার অনৈক কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম না। কিন্তু উপজেলার নেতাদের নিজস্ব অর্ন্তকোন্দলের বলি হতে হলো আমাকে।

এদিকে, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার বলেছেন, কোনো ধরনের অপকর্ম করা যাবেনা তারেক রহমানের এমন নির্দেশনা অনুসরণ করে আমরা দলকে সুসংগঠিত করছি। বিএনপি চাঁদাবাজিতে, সন্ত্রাসী কর্মকান্ডসহ কোনো অপকর্মে বিশ্বাস করেনা মন্তব্য করে বিএনপি সভাপতি বলেন, খুব অল্প সংখ্যক নেতাকর্মী এসকল অপকর্মগুলোর সাথে জড়িত হয়ে গেছে।জনগণের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করা যাবে না; এই ক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে রাঙামাটি জেলা বিএনপি। হঠাৎ করে পটপরিবর্তনের পর দলের কারো কারো নৈতিক স্থলন ঘটেছে এবং মুষ্টিমেয় তারাই এই দলের নাম ভাঙ্গিয়ে এই ধরনের অপকর্মকারিদের কেউ বা কোনো নেতা শেল্টার দিচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit