স্পোর্টস ডেস্ক : সহ-অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা কেমন? দলের অন্যতম তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়েও তাকে প্রশ্ন করা হলো। ভারতের ব্যাটিং, চ্যাম্পিয়ন্স ট্রফির আগের ম্যাচগুলো নিয়ে প্রশ্ন, আইসিসির ইভেন্টে ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়েছিলো গিলকে। তবে এসব নিয়ে বাড়তি কোনও কথা বলেননি শুভমান গিল। অনেকটা সহজভাবেই কথা বলেছেন তিনি।
রোহিত শর্মা কাল ফাইনালের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে পারেন। এছাড়া ড্রেসিংরুমে এ নিয়ে কোনও আলোচনা আছে কি না, বা রোহিত শর্মা ড্রেসিংরুমে এসব নিয়ে কিছু বলছেন কি না, এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিলো শুভমান গিলকে। খুব স্বাভাবিকভাবেই গিল উত্তর দিলেন, ভারতীয় দলের ড্রেসিংরুমে এসব নিয়ে কোনও আলোচনা হয়নি।
রোহিত শর্মা এ নিয়ে ড্রেসিংরুমে কিছু বলেননি। কিন্তু শুভমান গিলের স্বাভাবিক কথাবার্তায়ও ছিলো কিছু ইঙ্গিত। যার অর্থ অনেক কিছুই হতে পারে, কিংবা একেক জনের কাছে এর অর্থ হয়তো একেক রকম। তবে সংবাদ সম্মেলন ওখানেই শেষ হয়ে গেলেও তার রেশ থেকে গেলো এরপরেও।
ওই প্রশ্নে গিলের উত্তর ছিল এ রকম, ‘এখন পর্যন্ত তো আমাদের সব আলোচনা আমাদের ম্যাচ জয় এবং চ্যাম্পিয়নস ট্রফি জয় নিয়েই হয়েছে। এ রকম কিছু বা এই সিদ্ধান্তের বিষয়ে দলের সঙ্গে বা আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমার মনে হয় না রোহিত ভাইও এটা নিয়ে এখন খুব একটা ভাবছেন। আমাদের কালকের ম্যাচ শেষ হলে হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন। দলের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা নেই।’
শুভমান গিল যখন বললেন, কালকের ম্যাচ শেষে হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন। এর অর্থ তো একটাই, তবে গিল কথাটা আসলে ওভাবে বলতে চাননি। পরে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পর আবার তিনি ফিরে আসেন, তার বক্তব্য স্পষ্ট করেন। ‘এক্সপাঞ্জ করে নেন তার বলা সেই কথাটি ‘আমাদের কালকের ম্যাচ শেষ হলে হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন।’
ততক্ষণে বেশির ভাগ সাংবাদিক প্রেস বক্সে ফিরে আসেন। গিলের সেই বার্তা নিয়ে প্রেসবক্সে ছুটে আসেন আইসিসির এক মিডিয়া কর্মীও। বক্তব্যের শেষ অংশটা সবাইকে শুধরে নিতে অনুরোধ করে তিনি বললেন, গিল এটা বোঝাতে চাননি যে কাল ফাইনালের পর রোহিত ওয়ানডে থেকে অবসর নেবেন বা সেরকম কোনো কিছু ভাবছেন। এই বক্তব্য যেহেতু ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে, কেউ যেন গিলের বক্তব্যের ওই অংশটুকু না লেখেন।
কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/রাত ৯:০০