আন্তর্জাতিক ডেস্ক : জেমস উথমেয়ার জানান, তিনি তার অফিসকে অ্যান্ড্রু টেইট ও তার ভাই ট্রিস্টান টেইটের ব্যাপারে প্রাথমিক তদন্ত করতে ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।
এই দুই ভাই গত সপ্তাহে রোমানিয়া থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ফিরে আসেন। রোমানিয়ায় ধর্ষণ ও মানব পাচারের অভিযোগে তাদের বিচার চলছে। এজন্য দেশটির কর্তৃপক্ষ তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যা সম্প্রতি তুলে নেয়া হয়।
দুই ভাই ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ফেরার পরই রাজ্যের গভর্নর রন ডিসান্টিস এক সংবাদ সম্মেলনে বলেন, তাদেরকে ‘ফ্লোরিডায় স্বাগত জানানো হবে না’। সেই সঙ্গে তিনি অ্যাটর্নি জেনারেলকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে তদন্তের আহ্বান জানান।
এর কয়েকদিন পর টেইট ভাইদের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা এলো। অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার বলেন, ‘তথ্যপ্রমাণের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার ভিত্তিতে আমি টেইট ভাইদের বিরুদ্ধে বর্তমানে সক্রিয় ফৌজদারি তদন্তে সার্চ ওয়ারেন্ট কার্যকর করতে এবং সমন জারি করার জন্য রাজ্যজুড়ে প্রসিকিউশন অফিসকে নির্দেশ দিয়েছি।’
অ্যান্ড্রু টেইট ও ট্রিস্টান টেইটের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দ্বৈত নাগরিকত্ব রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিত্ব হিসেবে তারা বেশ পরিচিতি। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে তরুণদের ওপর তাদের ব্যাপক প্রভাব ও নিয়ন্ত্রণ দেখা যায়। তরুণরা মূলত তাদের বিলাসবহুল জীবনধারা, অতি-পুরুষালি ভাবমূর্তি ও নারী-বিদ্বেষী বক্তব্যের জন্য তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে।
কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৮