শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

যবিপ্রবির প্রশাসনিক পদে নতুন দুই মুখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গুরুত্বপূর্ণ দুটি প্রশাসনিক পদে নতুন দুইজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এস এম নূর আলম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসান।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এস এম নূর আলমকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

অপর একটি অফিস আদেশে বলা হয়, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit