ডেস্ক নিউজ : শনিবার (১ মার্চ) রাতে সংগঠনের সাবেক সভাপতি ওহিদুল ইসলাম আকাশ ও সাবেক সাধারণ সম্পাদক নোবেল কর্মকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নব-নির্বাচিত সভাপতি রিফাত ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
তিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার ঢাবি প্রতিবেদক। অন্যদিকে সাধারণ সম্পাদক পিপাসা একই বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। নতুন দায়িত্ব পেয়ে ডুসামের সভাপতি রিফাত বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া মদন উপজেলার শিক্ষার্থীদের উন্নয়নের জন্য আমরা একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শিক্ষার্থীদের কল্যাণে আমরা একসাথে নতুন উদ্যোগ বাস্তবায়ন করব। শিক্ষার্থীদের উন্নতি নিশ্চিত করতে মদন উপজেলায় নতুন প্রকল্প শুরু করব।’ নব-নির্বাচিত সাধারণ সম্পাদক পিপাসা আক্তার বলেন, ‘আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার নীতিতে অটুট থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করব। শিক্ষার্থীদের চাহিদা এবং প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তাদের স্বার্থে নিবেদিতভাবে কাজ করে যাব।’