ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। সংকট সমাধানে মিয়ানমারকে তাগিদ দেয়া হচ্ছে বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে হবে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে পুরোপুরি একমত জাতিসংঘ। তবে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করাও এখন চ্যালেঞ্জিং বিষয়। কেননা দেশটি এখন অস্থিতিশীল অবস্থার মধ্যদিয়ে যাচ্ছে।
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৪