মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিশি আক্তার (১৪) নামে অপহৃত নবম শ্রেণীর এক স্কুলছাত্রী কে ২০দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রাম থেকে তাকে অপহরণ করা হয়। এদিকে ঘটনার ২০দিন পার হলেও পুলিশ নিশিকে উদ্ধার করতে না পারায় পরিবারের লোকজন উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছে। অপহরণের এ ঘটনায় অপহৃতের মা শিরিনা আক্তার বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন, যার নং ৩৫।অপহৃতের পরিবার ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামের আহাদ মোল্লার ছেলে হৃদয় হোসেন একই গ্রামের শাহীন মন্ডলের মেয়ে নবম শ্রেণীর স্কুলছাত্রী নিশি আক্তার কে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও বিরক্ত করতো। এসব ঘটনা নিশি তার পিতাকে জানালে পিতা শাহীন মন্ডল হৃদয়ের পিতা আহাদ মোল্লা ও চাচা আলম মোল্লাকে জানায়। তারা বিষয়টিকে আমলে না নিয়ে উল্টো মেয়ে কে শাসনের কথা বলে। পরে শাহীন মন্ডল তার মেয়েকে সাবধানে চলাচল করতে বলে। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে নিশি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা বখাটে হৃদয় সহ তার ৩-৪ জন বন্ধু মোটরসাইকেলে করে রাস্তা থেকে নিশিকে জোরপূর্বক অপহরণ করে।
এসময় নিশির পরিবারের লোকজন দেখে ফেলে ও তাদের পিছু নিলে তারা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। এ সংবাদ হৃদয়ের পরিবারের লোক জনের কাছে বলতে গেলে উল্টো তারা ক্ষিপ্ত হয়ে নিশির পিতাকে কে ধমকিয়ে চুপ থাকতে বলে। চুপ না থাকলে বা এ নিয়ে বাড়াবাড়ি করলে এলাকা ছাড়ার হুমকি দেয় অপহরণকারী হৃদয়ের পরিবার। পরে নিশির মাতা শিরিনা আক্তার হৃদয় ও তার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তবে এ ঘটনার ২০ দিন পার হলেও পুলিশ অপহৃত নিশিকে উদ্ধার করতে না পারায় পরিবারের লোক জন উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে।এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, নিশি নামে একটি মেয়েকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।
কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:১৩