মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী : নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী -২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা পরিবারের সদস্য, ইসরাৎ উল আলম (আদর), আলহাজ্ব আবু সিদ্দিক মিয়া, সিনিয়র সহ-সভাপতি, আমদিয়া ইউনিয়ন বিএনপি; দেলোয়ার হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক, আমদিয়া ইউনিয়ন বিএনপি; মনির মিয়া, সহ-সভাপতি, আমদিয়া ইউনিয়ন যুবদল; আমির হোসেন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি, আমদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল; এবং শাহাদাত হোসেন।
আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উল্লাহ, আমদিয়া ইউনিয়ন বিএনপির নেতা খোরশেদ আলম, আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান, আমদিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রমজান, আমদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলেমান মিয়া, আমদিয়া ইউনিয়ন বিএনপির নেতা বশির আহমেদ, আব্দুল মতিন মোল্লা, মোবারক হোসেন, এস এম সোহেল রানা, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আশিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যত প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন চালিয়ে যেতে হবে।”আয়োজনটি সফল করতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া।
কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৬