এম এ রহিম চৌগাছা (যশোর) : ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনে ৪র্থ জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ) সকালে চৌগাছা উপজেলা পরিষদ হল রুমে এ সংগঠনের ৪র্থ বর্ষপূতি অনুষ্ঠান করা হয়। যশোরের চৌগাছায় অন্যতম অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী ৫ম বছরে পদার্পণ উপলক্ষে এক জাঁকজমক স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রবাসী বখতিয়ার হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি কবির হোসেন সোহেল।বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও সংগঠনের সদস্য বৃন্দ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩৭টি সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সবাইকে ভালো কাজ ও অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য সকল সংগঠনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের সহ-সভাপতি শহিদুল ইসলাম বলেন, এই সংগঠন টি অরাজনৈতিক এখানে সকল প্রকার মানুষের সহযোগিতায় মানুষের কল্যাণে কাজ করে সংগঠনটির সদস্যরা। সমাজের বৃত্তবান ব্যাক্তিরা যদি মানুষের কল্যানে এগিয়ে আসেন তাহলে সমাজ হবে সুন্দর। সভাপতি বখতিয়ার হোসেন সংগঠনের পক্ষ থেকে প্রবাসি ও দেশের বিভিন্ন অর্থ দাতা ও সার্বিক ভাবে সহযোগিতা কারীদের বিশেষ ভাবে ধন্যবাদ জানান ।
২০২১ সালে ৩ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা কাল থেকেই মানব কল্যাণে কাজ করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জরুরী রক্তদান, পঙ্গু, প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, হতদরিদ্রদের সেলাই মেশিন প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ, এতিমখানা মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ, অর্থ, কম্বল ও খাবারের ব্যবস্থা করা, করোনার সময়ে মাস্ক বিতরণসহ এমন বিভিন্ন মানব সেবামূলক কর্মকান্ড নিয়ে এগিয়ে চলেছে সংগঠনটি। তিনি বলেন, মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।
কিউএনবি/আয়শা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০৮