মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে যেকোনো আন্দোলনের সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ যেন একটি প্রথায় পরিণত হয়েছে। ছোট-বড় নানা দাবিতে আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি বন্ধ করে দেন, যার প্রভাব সরাসরি পড়ে সাধারণ মানুষের ওপর। ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা আটকে পড়েন তীব্র দুর্ভোগে।
এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। আন্দোলনের সময় এসব যানবাহন আটকে যায় কিলোমিটারজুড়ে, ফলে যাত্রী ও চালকদের ভোগান্তি সীমা ছাড়ায়। অফিসগামী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দীর্ঘ সময় আটকে থেকে জীবন হুমকির মুখে পড়ে।
কিছু দিন আগে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পাঁচদোনা মোড় অবরোধের ফলে তীব্র যানযট সৃষ্টি হয়। এই সংঘর্ষের ফলে দফায় দফায় অবরোধের ঘটনা ঘটে, যা সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটের কারনে দুর্ভোগ পোহাতে হয় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাও।
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো কর্মকাণ্ড কীভাবে বন্ধ করা যায় এবং জনজীবন স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে প্রশাসন, আন্দোলনকারী এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মনে করেন শিক্ষক আবু তাহের। এই সমস্যা সমাধানে সবার দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলে মনে করেন সাধারণ মানুষ ও যাত্রীরা।
কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৪