মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার নাভারন সিটি হাসপাতালের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারী শুক্রুবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নাভারন সাতক্ষীরা মোড়ে সিটি হাসপাতালে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখেন ১১ সদস্যের একটি মেডিকেল ডাক্তার দল।শার্শা ও ঝিকরগাছা উপজেলার প্রায় ৭ শ রোগীকে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়।
এ ছাড়া নাম মাত্র মুল্যে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করানো হয়।এ ব্যাপারে নাভারন সিটি হাসপাতালের মালিক ও পরিচালক আবু জুবায়ের রুমেল বলেন, প্রতিষ্ঠানের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১জন অভিজ্ঞ ডাক্তার সারা দিন বিভিন্ন ধরনের রোগী দেখেছেন। তিনি বলেন সারা দিনে প্রায় ৭শ রোগী দেখা হয়েছে। অনেকের ফ্রি ও কম মুল্যে পরীক্ষা নিরিক্ষা করানো হয়েছে। তিনি বলেন ডাক্তার তানভীর আহমেদ, ডাক্তার মোঃ সোহাগ হোসেন সরদার, ডাক্তার আঞ্জুমান আরা (ইলোরা), ডাক্তার কামরুজ্জামান, ডাক্তার মোঃ সাজ্জাদুজ্জামান সানি, ডাক্তার কানিজ ফাতেমা অ্যানি, ডাক্তার মোঃ আবু বকর সিদ্দিক, ডাক্তার এস ,এম,তৌহিদ তারিফ, ডাক্তার তৌফিক পারভেজ, ডাক্তার তামান্না নাছরিন রোগী দেখেছেন। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক সায়েদ ফারা বাবু বলেন নাভারনৎ সিটি হাসপাতালের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে প্রায় ৭শ জন রোগী দেছেন ডাক্তার । তিনি বলেন নাভারন সিটি হাসপাতালে সব সময় অসহায় ও গরীব রোগীদের বিশেষ ছাড়ে ও ফ্রি চিকিৎসা দেওয়া হয়।
কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৯