আন্তর্জাতিক ডেস্ক : লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস বিভাগের প্রধান অ্যান্থনি ম্যারোনি জানিয়েছেন, পালিসেডস ও ইটন এলাকায় দুটি দাবানলে ৭ হাজারের বেশি এলাকা পুড়ি গেছে। তিনি আরও জানান, ইটন এলাকার আগুনে দুটি প্রাণহানির খবর পাওয়া গেছে এবং পালিসেডসের আগুনে ‘একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আহত হয়েছেন’।
কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৪০