রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আগাছা নাশক স্প্রে করে জমির ফসল নষ্ট করার অভিযোগ এশিয়া কাপের সময়সূচিতে বড় পরিবর্তন, নেপথ্যে কী দৌলতপুরে ৪ বছরে ও মিলেনি বৃত্তির টাকা : ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকগণ বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ত্রিপুরা ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, কেউ প্রতিহত করতে পারবে না’ সন্তান জন্মের পর অর্থকষ্টে গহনা বিক্রি করেন অপু বিশ্বাস! ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনের গোলে জিতে টেবিলের শীর্ষে চেলসি ‎”ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে” লালমনিরহাটে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ উলিপুরে জাতীয় পার্টির নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা জাতীয় পার্টি অফিসে হামলা, ভাঙ্গচুর-অগ্নিসংযোগ

৩০ ডিসেম্বর: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি১৭৩০ – জাপানের হোক্কাইদোতে প্রচণ্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।

১৮০৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে। গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৮৯৬ – ফিলিপাইনের ম্যানিলায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে ফিলিপিনো জাতীয়তাবাদী জোসে রিজালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯০০ – অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।
১৯০৬ – পূর্ব বাংলার ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়।
১৯১৯ – লিঙ্কন্স ইন প্রথমবারের মতো নারী বার শিক্ষার্থী ভর্তি করে।
১৯২২ – সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
১৯২৫ – কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৪৩ – সুভাষ চন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন করেন।
১৯৬৫ – ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইনের প্রেসিডেন্ট হন।
১৯৭২ – স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্ধোধন করা হয়। ভিয়েতনাম যুদ্ধ: যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামে বোমাবর্ষণ বন্ধ করে।
১৯৯২ – বোরহানউদ্দিন রব্বানি আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৩ – ইসরায়েল ও ভ্যাটিকান সিটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৯৭ – চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানীতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে।
২০০৬ – মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে বোমা হামলার ঘটনা ঘটে। 
 

জন্ম

৩৯ – রোমান সম্রাট টাইটাস।

 
১২০৪ – আবু উসমান সাইদ ইবনে হাকাম আল-কুরাশি, পর্তুগিজ শাসক।
১৬৭৩ – তৃতীয় আহমেদ, উসমানীয় সুলতান।
১৮৬৫ – রুডইয়ার্ড কিপলিং, ইংরেজ লেখক ও কবি, নোবেল বিজয়ী।
১৮৮৪ – হিদেকি তোজো, জাপানি সেনাপতি ও রাজনীতিবিদ, জাপানের ৪০তম প্রধানমন্ত্রী।
১৯২১ – রশিদ কারামি, লেবানিজ আইনজীবী ও রাজনীতিবিদ, লেবাননের ৩২তম প্রধানমন্ত্রী।
১৯২৩ – প্রকাশ বীর শাস্ত্রী, ভারতীয় একাডেমিক ও রাজনীতিবিদ।
১৯২৪ – ফাদার পল দ্যতিয়েন, বেলজিয়ান লেখক ও যাজক, যিনি বাঙলা ভাষায় সাহিত্য রচনা করে সুখ্যাতি অর্জন করেন।
১৯৩৫ – উমর বঙ্গো, গ্যাবনিজ লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ, গ্যাবনের প্রেসিডেন্ট।
১৯৪২ – ভ্লাদিমির বুকোভস্কি, রুশ লেখক।
১৯৪৬ – বের্টি ফোক্ট্‌স, জার্মান জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৫০ – বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ, ডেনীয় কম্পিউটার বিজ্ঞানী।
১৯৭৪ – এস. জিতেশ, ভারতীয় কার্টুনিস্ট, কবি ও সমালোচক।
১৯৭৫ – টাইগার উডস, মার্কিন গোলফার।
১৯৭৭ – লায়লা আলী, মার্কিন বক্সার ও অভিনেত্রী।
 

মৃত্যু

২৭৪ – পোপ প্রথম ফেলিক্স।

 
১৫৭৩ – জিওভান্নি বাতিস্তা জিরাল্ডি, ইতালীয় লেখক ও কবি।
১৫৯১ – পোপ নবম ইনোসেন্ট।
১৬৪০ – জন ফ্রান্সিস রেগিস, ফরাসি যাজক ও সন্ত।
১৮৯৬ – জোসে রিজাল, ফিলিপিনো জাতীয়তাবাদী।
১৯০৮ – টমাস-আলফ্রেড বার্নি‌য়ার, কানাডীয় সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯৪৪ – রোম্যাঁ রোলাঁ, ১৯২৫ সালে সাহিত্যে নোবেলজয়ী ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও অধ্যাত্মবিদ।
১৯৪৭ – আলফ্রেড নর্থ হোয়াইটহেড, ইংরেজ-মার্কিন গণিতবিদ ও দার্শনিক।
১৯৫৩ – কবি শাহাদাৎ হোসেন।
১৯৫৯ – আব্বাসউদ্দিন, প্রখ্যাত বাংলা লোকসংগীত গায়ক।
১৯৬৮ – জাতিসংঘের প্রথম মহাসচিব হ্যালডান লী।
১৯৭৩ – কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র পাকড়াশী।
১৯৭৯ – আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট বাঙালি কবি অজিতকুমার দত্ত।
২০০৬ – সাদ্দাম হোসেন, ইরাকের ৫ম প্রেসিডেন্ট।
২০০৭ – খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ।
২০০৯ – আবদুর রহমান ওয়াহিদ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৪র্থ‌ প্রেসিডেন্ট।
২০১১ – এম হামিদুল্লাহ খান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
২০১৪ – লুইস রাইনার, জার্মান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
২০১৮ – প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন।

২০২২ – নারী সাংবাদিকতার পথিকৃৎ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি সাংবাদিক ও উপস্থাপক বারবারা ওয়াল্টারস।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit