ডেস্ক নিউজ : শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করা কথা বলার অধিকার খর্ব করা, গণতন্ত্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করা, নির্বাচন, পার্লামেন্ট, নির্বাচন কমিশন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নস্যাৎ করার যে অপচেষ্টা গত ১৫ বছর শেখ হাসিনা চালিয়েছে তার সঙ্গে ভারত জড়িত ছিল। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কাজ করলে দেশের মানুষ তা মানবে না।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঘোলা পানিতে যারা মাছ শিকার করতে চান, যাদের ভোটের সংখ্যা বেশি নয়, তারা আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে। এটি কৌশল হিসেবে গ্রহণ করছেন। নির্বাচনের এই পদ্ধতি নিয়ে ষড়যন্ত্র হলে মানুষ তা ভেঙে দিবে প্রতিহত করবে
আলেম ওলামারা বিগত সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, ৫ মে শাপলা চত্বরে বৃষ্টির মতো গুলি করে কত আলেম ওলামাকে হত্যা করেছে আজও তার হিসেব পাওয়া যায়নি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা সেলিম রেজাসহ অন্যান্য নেতারা।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩