ডেস্ক নিউজ : শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনের কুশীলবদের শাস্তির আওতায় আনার দাবি তুলেছেন ড. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘১৭ বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশে যে গুম, খুন, ডাকাতি, লুটপাট, চুরি, ধর্ষণ করেছে, তা এখন পার্শ্ববর্তী দেশে করছে৷’সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট কী জিনিস তা ভুলে গেছেন। সারা বিশ্বে গণতন্ত্রকে নিকৃষ্টভাবে উপস্থাপন করেছে পতিত স্বৈরাচার সরকার।’
কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৭