লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : গত ২৪শে ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ৯টায় ময়মনসিংহের নগরীর শিল্প এলাকা, মাসকান্দা থেকে অবৈধ দেশী অস্ত্র ও মাদক চোরাচালানে জড়িত তিনজন ব্যক্তিকে যৌথ বাহিনীর অভিযান চলাকালে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনাকালে সরেজমিনে দেখা যায়, এই চক্রের প্রধান দৈনিক জাহান পত্রিকার সম্পাদক মো. নাদিম তার নিজ বাসায় দেশী উপকরন দিয়ে মদ প্রস্তুত করতেন এবং তা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। অভিযানে তার বাড়ি থেকে মাদক প্রস্তুতির বিভিন্ন উপকরণ এবং বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১টি চাকু, ৩টি ড্যাগার, ১টি চাপাতি, ১টি রামদা, ৫ প্যাকেট এয়ারগান বুলেট এবং ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট। অভিযান শেষে গ্রেপ্তারকৃত তিনজন ব্যক্তি এবং উদ্ধারকৃত সব সামগ্রী ময়মনসিংহের কোতওয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৮