দিনাজপুর প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলার ২নং-ঈশানিয়া ইউনিয়নের বকুলতলা জয়নন্দ হাট সড়কের মাঝখানে বড়পুল চয়তু নদীর পার অবৈধ ভাবে কেটে ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়ার সময় ২২ ডিসেম্বর রবিবার বেশ কিছু ট্রাক্টর আটক করেছে প্রশাসন।
বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের অপরাধে ২নং-ঈশানিয়া ইউনিয়নের জিনুর গ্রামের বসবাসকারী ট্রাক্টর মালিক মোঃ আনছারুল ইসলামকে ৬০হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৩০