ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলাহাট উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী সভাপতি ও আলী হায়দার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার সময় মেডিকেল মোড়স্থ উপজেলা জামায়াত কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মো. লোকমান আলীর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা মাও. মো. গোলাম কবির গোলাপ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাও মো. শামসুজ্জামান আলকাস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ক্বারী মাও মো. আলাউদ্দিন।
সম্মেলনে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে সভাপতি ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, সাধারণ সম্পাদক আলী হায়দার ও দু’জন মহিলা সদস্যসহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৮