বিনোদন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত নতুন সিনেমা ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি।
সবার সঙ্গে তিনিও উপভোগ করেন ‘৮৪০’। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রীও। সিনেমাটি দেখে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন সৈয়দ আহমেদ মারুফ। সামাজিক মাধ্যম ফেসবুকে ফারুকীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার বার্তাও দিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার।
সৈয়দ আহমেদ মারুফ ফেসবুকে লেখেন, গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে তার সিনেমা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’র প্রিমিয়ারে। আমরা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টিভি চ্যানেল নিয়ে কাজ করব।
‘৮৪০’র বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফী, মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিন, সাদিয়া আয়মান সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, জেফার রহমানসহ অনেকে।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৮