স্পোর্টস ডেস্ক : সরকার পরিবর্তনের পর স্থবির ক্রীড়াঙ্গনে ধীরে ধীরে আলোর সঞ্চার হচ্ছে। প্রায় প্রতিটি ক্রীড়া ফেডারেশনে দেখা মিলেছে চাঞ্চল্য। সেই ধারায় এবার যুক্ত হলো বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। তাদের প্রত্যাবর্তনটাও চমকের। স্থবিরতা কাটাতে ফেডারেশনটি আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। চলতি সপ্তাহে শুরু হবে ইয়োনেক্স-সানরাইজ জুনিয়র ও সিনিয়র আন্তর্জাতিক টুর্নামেন্ট। যেখানে অংশ নিতে ঢাকায় পা রাখবেন ১৯ দেশের শাটলাররা।
শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ১৩ ডিসেম্বর জুনিয়র টুর্নামেন্ট দিয়ে এই আর্ন্তজাতিক টুর্নামেন্ট শুরু হবে। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত ও ইন্দোনেশিয়ার শাটলাররা। ১৭ ডিসেম্বর শুরু হবে সিনিয়র টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, কানাডা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, জাপান, মালদ্বীপ, ইউক্রেন, ইতালি, ফিনল্যান্ড, বুলগেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ইংল্যান্ডের শাটলারদের পদচারণায় ব্যাডমিন্টন কোর্ট মুখরিত হবে।
জুনিয়র বিভাগে বাংলাদেশের ৫৫ জনসহ মোট ১১৪ জন এবং সিনিয়র বিভাগে বাংলাদেশের ৬১ জনসহ মোট ২২৮ জন শাটলার অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যাডমিন্টন ফেডারেশনের কর্তারা। দুই বিভাগেই নারী, পুরুষ একক ও দ্বৈতের পাশাপাশি মিশ্র দ্বৈত ইভেন্টের খেলা হবে। এই আন্তর্জাতিক আসরে অতীতে বাংলাদেশের শাটলারদের সেরা হওয়ার অভিজ্ঞতা আছে।
তাই এবারও সেই রকম কিছু প্রত্যাশা করছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা, ‘আমরা দুই বিভাগেই ভালো কিছুর প্রত্যাশা করছি। জুনিয়র বিভাগে বিগত টুর্নামেন্টগুলোতে আমাদের একাধিক পদক ছিল। এবারও সেই রকম কিছুর আশা রয়েছে।’ সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা নারী ও আরেক সাবেক চ্যাম্পিয়ন জাভেদ পুরুষ দলের কোচের দায়িত্ব পালন করবেন। এই টুর্নামেন্টে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে কাজ করার কথা ছিল আম্পায়ার ইসমাইল নজীব রাসেলের। তবে তার অকাল মৃত্যুতে সেই দায়িত্ব এখন পড়েছে মোহাম্মদ শামীমের ওপর।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪