স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে ম্যাচ জিততে খুলনার ১৩০ রানের জবাবে ৯ রান করতে হতো বরিশালকে। প্রথম তিন বল শেষে সেই লক্ষ্যটা নেমে আসে মাত্র ৩ রানে। এমন সহজ লক্ষ্যও তাড়া করতে পারেনি দলটি। শেষ ৩ বলে তিন ব্যাটার সাজঘরে ফিরেছেন রানআউটের শিকার হয়ে। আর তাতে নাটকীয়ভাবে বরিশাল ম্যাচ হেরেছে মাত্র ১ রানের ব্যবধানে। এমন অবিশ্বাস্য ঘটনা দেখা গেছে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টি ম্যাচে।
মেহেদী হাসান রানার করা ইনিংসের শেষ ওভারে রানআউটের শিকার হওয়া এই তিন ব্যাটার কামরুল ইসলাম রাব্বি, তানভীর ইসলাম ও রুয়েল মিয়া। আর তাতে খুলনার ১৩০ রানের জবাবে বরিশালের ইনিংস থেমেছে ৯ উইকেটে ১২৯ রানে। সিলেটে এদিন প্রথমে ব্যাট করতে নামা খুলনা নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় ১৩০ রান তুলে। যেখানে দলীয় সর্বোচ্চ ৩৫ বলে ৩৯ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। বরিশালের বোলারদের মধ্যে ২৩ রান খরচায় ৪ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।
ছোট লক্ষ্যে ৫৩ বলে ৫১ রান করেন আব্দুল মজিদ। শেষ দিকে মঈন খান ২৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। একের পর এক রান আউট হওয়া দেখতে হয়েছে তাকে।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০০