শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় আদিবাসিদের নিয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁয় বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল  নওগাঁয় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে খারাপ প্রতিবেশী বললেন জয়শঙ্কর ৪৫ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে যাচ্ছেন ভেনাস অবৈধ ফোন বন্ধে চালু হলো এনইআইআর দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে দলে চমক, নেই তারকা ক্রিকেটার আশুলিয়ায় খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ  আশুলিয়ায় মসজিদ-মসজিদে শ্রমিক দলের উদ্যোগে দোয়া মিলাদ নৌবাহিনীর হেডকোয়ার্টারে জুমার নামাজ আদায় করলেন তারেক রহমান

সূচকের পতনের পরও লেনদেন বেড়েছে ঢাকার পুঁজিবাজারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে বৃহস্পতিবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০৫ দশমিক ৪৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৫২ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৮১ দশমিক ৮৯ পয়েন্ট ও ১ হাজার ১৪০ দশমিক ০৪ পয়েন্টে।

 
তবে ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৩৬ লাখ টাকা।
 
এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টি কোম্পানির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

 

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৪৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪০ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৩০৪ দশমিক ০০১ পয়েন্টে ও ৮ হাজার ৭০২ দশমিক ০০২ পয়েন্টে।
 
আর সিএসআই সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৫ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৩৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৮৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৮৩ দশমিক ৮২ পয়েন্টে ও ১১ হাজার ৭৫৫ দশমিক ৯২ পয়েন্টে।
 
সিএসইতে বৃহস্পতিবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫২ লাখ টাকা।
 
সিএসইতে ২০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit