ডেস্ক নিউজ : মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান ইচিগুচি তোমোহিদির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
জাইকার পক্ষ থেকে তাদের সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত চলমান প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে অবহিত করেন।
খাদ্য উপদেষ্টা দেশের মানুষের খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে জানান।
তিনি জাইকার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে আরও ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১২