স্পোর্টস ডেস্ক : ২০২০ সালে শক্তিশালী ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিম সাকিব আর আকবর আলীদের হাত ধরে আসা সেই সাফল্যের পর আর কখনোই বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ।
তবে সদ্যই ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ জেতার পর বাংলাদেশ নতুন করে স্বপ্ন দেখছে। এশিয়া কাপজয়ী এই স্কোয়াডের সামনে এবার বিশ্বকাপের চ্যালেঞ্জ। শুধু বিশ্বকাপই নয়, এই স্কোয়াড অংশ নিতে পারবে আরও একটি এশিয়া কাপে। আর এই দুই টুর্নামেন্টে সামর্থের সবটুকু ঢেলে দিয়ে সাফল্য আনতে চায় যুবারা।
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, ‘সামনে আরও একটা এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে, সেখানেও ভালো করার আশায় আছি। সব কিছু ভালো যাচ্ছে। এশিয়া কাপ জয় মানে তো আত্মবিশ্বাস আসবে।’এবারের এশিয়া কাপে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান ও ভারতকে।
তাতে আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন অধিনায়ক, ‘ভারত-পাকিস্তানকে হারালেও আত্মবিশ্বাস বাড়ে। যে সিরিজগুলো আছে সেখানেও ভালো করার চেষ্টা করব। বিশ্বকাপ বড় মঞ্চ। চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা।’
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০২