লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধী: নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ এর ২০২৪ – ২৫ সেশন একাদশ শ্রেণি , ২০২৩ – ২৪ সেশন স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান ) এবং ২০২১ – ২২ সেশন মাস্টার্স ফাইনাল পর্বের নবীন বরণ অনুষ্ঠান আজ সোমবার ৯ ডিসেম্বর কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ শেখ আমজাদ আলীর সভাপতিত্বে কলেজ মাঠের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া । এছাড়া আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক , নবীন ররণ আয়োজন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক লুৎফর রহমান আকন্দ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও প্রভাষক তানজিনা এলিন এবং আলোচনা ও নবীন বরণ অনুষ্ঠানের শেষে দুপুরের খাবার ব্যবস্থা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হয়।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪৫