স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে খেলেছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
ন্যাশনাল ক্রিকেট লিগে খেলতে দেখা গিয়েছিল অনেক নামকরা তারকা ক্রিকেটারকে। এই প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম আর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসের মতো তারকা-মহাতারকারা।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আইসিসি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে, আগামী মৌসুমে তারা এই টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। অভিযোগ ন্যাশনাল ক্রিকেট লিগে সর্বোচ্চ ৭ জন বিদেশি ক্রিকেটার খেলানোর কথা থাকলেও তারা আইসিসির সেই নিয়ম ভঙ্গ করেছে।
ক্রিকবাজ অবশ্য বিদেশি খেলোয়াড়দের ব্যবস্থাপনা এবং মার্কিন অভিবাসন আইনের সম্ভাব্য লঙ্ঘন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টের ভিসার জন্য অনেক টাকা খরচ হয়। টুর্নামেন্টের ছয়টি দলের স্পোর্টস ভিসার জন্য প্রায় দুই লাখ মার্কিন ডলার খরচ হয়।
যুক্তরাষ্ট্রে টি-টেন ও টি-টোয়েন্টি লিগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। খেলাধুলায় বিনিয়োগ করতে আগ্রহী দক্ষিণ এশিয়ার প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে এখন প্রায় ৬০ জন প্রথম শ্রেণির এবং আন্তর্জাতিক খেলোয়াড় ক্রিকেটের সঙ্গে জড়িত।
যুক্তরাষ্ট্রে লিগ অনুমোদনের জন্য আবেদনের সংখ্যাও দিন দিন বাড়ছে। আইসিসির একজন কর্মকর্তা জানিয়েছেন, আবেদনের সংখ্যা বাড়তে দেখে গভর্নিং বডি লিগ অনুমোদন প্রক্রিয়া সংস্কারের কথা ভাবছে।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩