শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ‘কথার টোন’ আ.লীগের সঙ্গে মিলে যাচ্ছে: নাহিদ হাসপাতাল থেকে মাকে বাসায় নিলেন তারেক রহমান ট্রাম্প ক্ষমতায় আসার পর মার্কিন কোম্পানির সঙ্গে বড় চুক্তি বাংলাদেশের ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার দিনক্ষণ জানাল জাতিসংঘ মনিরামপুরের সমাজসেবক জামাল হোসেনের ইন্তিকাল মনিরামপুরে ৫১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা চৌগাছায় বাওড় দখল নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ আহত ১০, মোটরসাইকেল ও পিস্তল-গুলি উদ্ধার কোকোর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ নওগাঁর পত্নীতলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন

‘ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সঙ্গে প্রতারণা করেছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ  : যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, অথচ তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তাদের শনাক্ত করা এবং তালিকা থেকে বাদ দেওয়া আমাদের দায়িত্ব। এমনটি বলেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আযম বীরপ্রতীক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহাসিক কোল্লাপাথর শহিদ সমাধিস্থল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আযম বীরপ্রতীক এবং মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। 

রোববার দুপুরে বিজয়ের মাসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা এ সমাধিস্থল পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা ফারুক-ই আযম বীরপ্রতীক ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, অথচ তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তাদের শনাক্ত করা এবং তালিকা থেকে বাদ দেওয়া আমাদের দায়িত্ব। এই কাজটি জাতিগতভাবে আমাদের সবার সমন্বয়ে করতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করতে সরকার ইতোমধ্যে অনলাইনে ডাটাবেস তৈরি করেছে। তিনি বলেন, সাধারণ জনগণের জন্য আপত্তি ফরমের সুযোগ রাখা হয়েছে। জনগণের মতামতের ভিত্তিতে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করছি। প্রকৃত মুক্তিযোদ্ধারা এলাকাবাসীর কাছে সবসময়ই পরিচিত। আমরা সেসব তথ্যও যাচাই করছি।

ফারুক-ই আযম বীরপ্রতীক বলেন, এই সমাধিস্থল আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহিদদের চিরন্তর স্মারক। এখানে যারা শায়িত, তারা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক অভিন্ন স্বপ্নের জন্য জীবন উৎসর্গ করেছেন স্বাধীন বাংলাদেশে তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয়। আমরা চাই নতুন প্রজন্ম এই ইতিহাসকে জানুক এবং এর মর্যাদা রক্ষা করুক। 

ফারুক-ই আযম আরও বলেন, আমাদের দায়িত্ব শুধু ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করাই নয়, বরং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা। আমাদের ইতিহাসে মুক্তিযোদ্ধারা জাতির অহংকার। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

আগামী নির্বাচনের কখন হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জাতির মধ্যে একটি ঐক্যের আবহের সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধ থেকে আমরা সংস্কার থেকে শুরু করে নির্বাচনের দিকে এগিয়ে যাব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। 

সংস্কারের ব্যাপারে তিনি বলেন, যে কমিশনগুলো হয়েছে, তাদের ডিসেম্বরের মধ্যে রিপোট দিতে বলা হয়েছে। হতে পারে কারো কারোর জানুয়ারির দুই-এক সপ্তাহ লাগতে পারে। রিপোর্ট পাওয়ার পর জনসম্মুখে যাবে। রাজনৈতিক দল, জনগণ চেকহোল্ডার তাদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। 

উপদেষ্টা ও সচিব ঢাকা থেকে সড়ক পথে কসবার এ কোল্লাপাথর শহিদ সমাধিস্থলে আসেন। এ সময় উপস্থিত ছিলেন-  ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ শাহরিয়ার মুক্তার,  সহকারি কমিশনার (ভুমি) মো. গোলাম সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন,  কসবা থানার ওসি মো. আবদুল কাদেরসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা। 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit