এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার পাতিবিলা যুব সমাজের উদ্যোগে পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । টুর্ন্টামেন্টে হাসান চেয়ারম্যানের দেবিপুর ২-০ গোলে লাল চেয়ারম্যানের পাতিবিলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় হাকিমপুর একাদশের পক্ষে দুটি গোল করেন সাব্বির হোসেন।
খেলায় দেবিপুর ফুটবল একাদশের নেতৃত্ব দেন পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল এবং হাকিমপুর ফটবল একাদশের নেতৃত্ব দেন হাকিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকমাসুদুল হাসান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম।
পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান লালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট আলী বুদ্দিন খান, মোস্তাফিজুর রহমান মোস্তাক। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাতিবিলা গ্রামের ইউপি সদস্য খাইরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান প্রমুখ। খেলা পরিচলনা করেন প্রধার রেফারি মোমিনুর রহমান মোমিন, সহকারী রেফারি ছিলেন জিয়াউর রহমান ও মোফাজ্জেল হোসেন মোফা।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০