আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। মঙ্গলবার তাকে বহিষ্কার করা হয়। এই পদক্ষেপ রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। রয়টার্স জানিয়েছে, ঘটনাটি দুই দেশের সম্পর্কের সাম্প্রতিকতম ধাক্কা হিসেবে চিহ্নিত হয়েছে।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) দাবি করেছে, ব্রিটিশ ওই কূটনীতিক রাশিয়ায় প্রবেশের সময় মিথ্যা তথ্য প্রদান করেছিলেন। এফএসবি আরও জানায়, কাউন্টার ইন্টেলিজেন্স কার্যক্রমের সময় তাদের নজরে আসে ব্রিটিশ গোয়েন্দাদের একটি অঘোষিত কার্যক্রম। এতে কূটনীতিকের বিরুদ্ধে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত করার মতো নাশকতামূলক কাজ পরিচালনার অভিযোগ আনা হয়।
এক বিবৃতিতে এফএসবি বলেছে, এই কূটনীতিকের আচরণ স্পষ্টতই রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। তার কার্যক্রমে গুপ্তচরবৃত্তি ও নাশকতার লক্ষণ পাওয়া গেছে।
এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, কূটনীতিক বহিষ্কারের বিষয়ে আমরা কোনো তথ্য জানি না। এদিকে ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মস্কোতে অবস্থিত ব্রিটিশ দূতাবাসও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই বহিষ্কার রাশিয়ার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার অংশ।
এফএসবি জানায়, অভিযুক্ত কূটনীতিক এই বছরের শুরুতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কৃত ছয় ব্রিটিশ কূটনীতিকের একজনের স্থলাভিষিক্ত হয়েছিলেন। এ ঘটনাটি ব্রিটিশ গোয়েন্দা কার্যক্রমের ধারাবাহিক অংশ বলেও উল্লেখ করেছে রাশিয়া।
বিশ্লেষকরা বলছেন, এই বহিষ্কার দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তলানিতে ঠেলে দেবে। যদিও রাশিয়ার এমন পদক্ষেপে যুক্তরাজ্যের পরবর্তী প্রতিক্রিয়া কী হবে, তা সময়ই বলে দেবে।
কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০৬