আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন দুই বাংলাদেশী পর্যটক। চলন্ত ট্রেনেই পর্যটকের ব্যাগ থেকে রুপি, বাংলাদেশী টাকা, মোবাইল চার্জার, ট্রেনের টিকিটসহ স্বর্ণের অলংকার লুট করে পালায় ছিনতাইকারীরা। ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছেন দুই বাংলাদেশী পর্যটক।
ঘটনাটি তিন দিন আগে ঘটে। জানা গেছে, গত ২৩ নভেম্বর তারিখে বাংলাদেশ থেকে ভারতে যান দুই বাংলাদেশী পর্যটক। পরদিন ২৪ নভেম্বর রাতে শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা ট্রেনে দার্জিলিং ও সিকিম ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে যাচ্ছিলেন।
যাত্রাপথে ওই ট্রেনের ভেতরেই অচেনা দুই যাত্রী ওই দুই বাংলাদেশী পর্যটকের সাথে আলাপ জমান। পরবর্তীতে মালদাহ স্টেশনের কাছাকাছি গিয়ে ওই দুই অচেনা ব্যক্তি বাংলাদেশের নাগরিক ইয়ানা এবং তার চাচাতো ভাইকে বলেন, মালদাহ স্টেশনে নেমে যাবেন তাই তারা। এরপর চাইলে তাদের দুটি আসনে শুয়ে যেতে পারবেন বাংলাদেশী পর্যটকরা। যদিও তার আগে চা খাওয়ার কথা বলেন। প্রথমে ইয়ানার চাচাতো ভাইকে লাল চা দেওয়া হয়, পরে চা খান ইয়ানা। এরপর নিজের মোবাইল এবং মানিব্যাগ মাথার কাছে রেখে শুয়ে পড়েন ইয়ানা। পাশের আসনে শুয়ে পড়েন তার চাচাতো ভাইও।
পরদিন ২৫ নভেম্বর তারিখ ঘুম ভাঙলে ইয়ানা দেখেন হাতে স্যালাইনের সিরিঞ্জ লাগানো অবস্থায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন।
সম্পূর্ণ ঘটনার কথা জানিয়ে ইয়ানা বলেন, আমার ব্যাগে ১৫ হাজার রুপি, ৫ হাজার টাকা, পাঁচ কুয়েতি দিনার ছিল। কিছুই খুঁজে পাইনি। ডান হাতে ৪ গ্রাম ওজনের স্বর্ণের ব্রেসলেটটিও লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
এর পাশাপাশি তার চাচাতো ভাইয়ের কাছে থাকা ১৫ হাজার রুপি, ৭ হাজার দেশি টাকা, ভিসা কার্ডসহ পুরো মানিব্যাগ ছিনতাইকারীরা নিয়ে যায়।
পরবর্তীতে শিলিগুড়ি জংশন ‘গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ’ (জিআরপি)-তে অভিযোগ দায়ের করেন তারা। যদিও জিআরপির তরফে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করেন ইয়ানা নামে এই নারী পর্যটক। ভারতে বেড়াতে গিয়ে এরকম এক অভিজ্ঞতার মুখে পড়বেন তা কল্পনাই করতে পারেননি এই বাংলাদেশী পর্যটকরা।
কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৪৯