ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই যথাযথ ব্যবস্থা নেবে। সকলকে ধৈর্য ধারণ করার এবং কোনো প্রকার উসকানিতে সাড়া না দেয়ার আহ্বান রইলো।
এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
পরে সাইফুল ইসলাম নামে সরকার পক্ষের এক আইনজীবীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।হামলার আহত ৬-৭ জন হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১