বিনোদন ডেস্ক : ভারতীয়দের মধ্যে পাকিস্তানি সিরিয়ালের জনপ্রিয়তা বাড়ছে। এর শুরুটা আশির দশকের দিকে। যখন পাকিস্তানের টিভি চ্যানেলে প্রচারিত স্টেজ ড্রামা গোগ্রাসে গিলতেন ভারতীয়রা। এরপর পাকিস্তানি টিভি চ্যানেলে আসক্তি বৃদ্ধি পায় তাদের।
পাকিস্তানি সিরিয়ালের জীবনঘনিষ্ঠ কাহিনীর পাশাপাশি ভাষাগত মিলও এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। যেহেতু উর্দু এবং হিন্দি ভাষার মধ্যে মিল অনেক, তাই সাবটাইটেল ছাড়াই ভারতীয়রা পাকিস্তানি সিরিয়াল উপভোগ করতে পারেন, এর অন্তর্নিহিত আবেগ বুঝতে পারেন।
এদিকে পাকিস্তানি সিরিয়ালের বদৌলতে এখন ভারতীয় জেন-জিদের মধ্যে উর্দু ভাষা ক্রমেই জনপ্রিয় হওয়ার কথা উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে।
সেখানে ২৬ বছর বয়সি এক ভারতীয় শিক্ষার্থী অনামিকা যেমন বললেন, ‘তারা সংলাপে যেভাবে উর্দু ব্যবহার করে, সেটা খুবই ভালো লাগে। তাদের সংলাপের প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনি।’
পাকিস্তানি সিরিয়ালের মার্জিত ভাষার প্রশংসা করেছেন ভারতের তরুণ কমেডিয়ান ঐশ্বর্য মোহনও। কমেডিয়ান তন্ময় ভাটের সঙ্গে এক ইউটিউব লাইভে তিনি বলেছিলেন, উর্দু ভাষায় যে আদব বা শিষ্টাচারের প্রয়োগ হয়, তা বেশ উপভোগ করেন তিনি।
ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক পর্যায়ে দীর্ঘসময় ধরে বৈরিতা চললেও দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক সেতুবন্ধন ক্রমেই জোরালো হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে ভারতে পাকিস্তানি সিরিয়ালের জনপ্রিয়তা বা পাকিস্তানে ভারতীয় পাঞ্জাবি সংগীতের জনপ্রিয়তা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ১০:২০