আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে ড. মাহাথির তার বন্ধুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, দাইম জয়নুদ্দিন দীর্ঘদিন ধরে জাতি ও ধর্মের জন্য তার সঙ্গে মিলে লড়াই করেছেন। তিনি একজন সত্যিকারের কমরেডকে হারালেন, যিনি জাতি ও ধর্মের জন্য লড়াইয়ে তার সঙ্গে ছিলেন।
একইসাথে দাইমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। দাইমের অসাধারণ ব্যক্তিত্ব, মানবিক গুণাবলী, দেশপ্রেম ও তার বর্ণাঢ্য কর্মজীবনের গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন মাহাথির।
এদিকে, দাইম জয়নুদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি পেরুর লিমায় পৌঁছে তুন দাইম জয়নুদ্দিনের মৃত্যুর খবর পাওয়ার পর তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফেসবুক একটি পোস্ট করেন। লেখেন, দাইম অর্থমন্ত্রী থাকাকালে দেশের প্রতি তার সেবা ও অবদানকে সরকার স্বীকৃতি দেয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলও শোক প্রকাশ করেছেন এবং দাইমকে একজন বিশিষ্ট নেতা হিসেবে বর্ণনা করেছেন, যিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া দাইম জয়নুদ্দিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্যাবিনেট মন্ত্রীরাও সোশ্যাল মিডিয়ায় তাদের শোকবার্তা প্রকাশ করেছেন।
দাইম ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মালয়েশিয়ার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং পুনরায় ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত এই পদে ছিলেন। প্রসঙ্গত, বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে কুয়ালালামপুরের পেতালিং জায়ার আসুন্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দাইম। বর্ষীয়ান এই রাজনীতিকের বয়স হয়েছিল ৮৬ বছর। একইদিনে বাদ আসর বুকিত কিয়ারা ১ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১:০৫