আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৮-১৯ নভেম্বর ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে যোগ দেয়ার আগে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যাবেন মোদি। এরপর সম্মেলন শেষে দেশে ফেরার আগে দক্ষিণ আমেরিকার গায়ানায় যাবেন তিনি।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনাবুর আমন্ত্রণে নাইজেরিয়া যাবেন মোদি। ১৭ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে যাচ্ছেন। সেখানে নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি নাইজেরিয়ায় থাকা ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেবেন নরেন্দ্র মোদি।
নাইজেরিয়া সফর শেষে ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশ নেয়ার বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের সঙ্গে মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও জানা গেছে।
ব্রাজিলে জি-২০ সম্মেলন শেষে গায়ানা যাবেন নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সেখানে থাকবেন তিনি। তিন দিনের এই সফরে গায়ানার পার্লামেন্টে ভাষণ দেয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন নরেন্দ্র মোদি। ১৯৬৮ সালের পর ভারতের কোনো প্রধানমন্ত্রী প্রথমবারের মতো গায়ানা যাবেন।
গত বছরের জি-২০ সম্মেলন ভারত আয়োজন করেছিল। দিল্লিতে অনুষ্ঠিত ওই সম্মেলনের শেষ দিনে প্রধানমন্ত্রী মোদি আগামী জি-২০ অধিবেশনের সভাপতিত্ব তুলে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি’সিলভার হাতে। এবার সেই সম্মেলনে যোগ দেবেন তিনি।
কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৫০