স্পোর্টস ডেস্ক : সিরিজ থেকে আন্দ্রে রাসেল ছিটকে গেছেন বাঁ পায়ের গোড়ালির চোটে। তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন শামার স্প্রিঙ্গার। তবে ২৭ বছর বয়সী স্প্রিঙ্গার এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ রান এবং ২ উইকেট শিকার করেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে মাত্র ১৪ গড় ও ১০২ স্ট্রাইক রেটে মাত্র ২৩৪ রান করেছেন তিনি।
এদিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন পেসার আলজারি জোসেফ। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক শাই হোপের সিদ্ধান্তের বিরোধিতা করে বিনা অনুমতিতে মাঠ ছাড়ায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছিল।আলজারি জোসেফ দলে ফেরায় কপাল পুড়েছে আরেক পেসার শামার জোসেফের। দল থেকে বাদ পড়েছেন তিনি।
আগামী ১৫ নভেম্বর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে রোভম্যান পাওয়েলের দলকে। সিরিজের বাকি দুই ম্যাচ ১৭ ও ১৮ নভেম্বর মাঠে গড়াবে।
শেষ তিন টি-টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথিয় ফোর্ডে, শিমরন হেটমেয়ার, টেরেন্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, শেরফেনে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।
কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৩৩