স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই বিশ্রামের আভাস দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার জানা গেল, চোটের কারণেই সেই ‘বিশ্রাম’ নিতে হচ্ছে তাকে।
সিরিজে হাসারাঙ্গার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমন্ত। জানা যায়, ডাম্বুলায় রোববার কিউইদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালেই হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে ছিলেন হাসারাঙ্গা। তবু বল হাতে ১৭ রানে ৪ উইকেট নেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। ব্যাট হাতে অবশ্য তেমন কিছু করতে পারেননি।
শ্রীলঙ্কাও ম্যাচ হেরে যায় ৫ রানে। তবে দুই ম্যাচে ২৫ রান ও ৬ উইকেট নিয়ে হাসারাঙ্গাই জেতেন সিরিজ সেরার পুরস্কার। প্রসঙ্গত, বুধবার (১৩ নভেম্বর) ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড।
কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২