এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গলায় রশি দিয়ে মিলন হোসেন (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সোমবার (১১ নভেম্বর ) বিকেলে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিলন হোসেনের প্রতিবেশী ফয়সাল হোসেন বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ মরণব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
এ ছাড়াও বিশেষ করে এজমা ও হাঁফানি রোগ ছিলো তার। ঘটনার দিন দুপুর থেকে তার প্রচন্ড হাঁফানিসহ শরীরে ব্যাপক যন্ত্রানা বাড়ে। এ সময় তিনি নিজে সুবার ঘরের আড়ার সাথে নসিমন দড়ি দিয়ে গলায় রশি দেন। পরে বিকেলে তাকে ঝুলে থাকতে দেখে বাড়ীর লোকজনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তার মৃত দেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল কদর বলেন, খবর পেয়ে আমি তাদের বাড়ীতে যায়। পরে থানা পুলিশের খবর দিলে পুলিশ এসেছিল। মৃত মিলন হোসেন যেহেতু অনেক দিন যাবৎ ক্যান্সারে ভুগছিলো । স্থনীয়দের মুখে শুনে ও পরিবারের দাবীর মুখে মরাদেহের দাফনের অনুমতি দেন। রাতে তার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি তদন্ত কামাল হোসেন।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৮