আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবারের সাতটি সুইং স্টেট তথা দোদুল্যমান অঙ্গরাজ্যের সবকয়টিতেই একচেটিয়া বিজয় নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ অ্যারিজোনাতেও বিজয়ী হয়েছেন ট্রাম্প। এরমধ্য দিয়ে সব সুইং স্টেটে পরাজয় দেখলেন প্রতিদ্বন্ধী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ট্রাম্প এখন পর্যন্ত ৩১২ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। যা হোয়াইট হাউসে দৌড়ে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ছাড়িয়ে গেছে। ২০১৬ সালে তার প্রথম মেয়াদে ৩০৪ নির্বাচনী ভোট পেয়েছিলেন।
নির্বাচনের আগে বলা হচ্ছিল, এবারের নির্বাচন হবে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। ফল ঘোষণা হতে লেগে যেতে পারে কয়েকদিন। কিন্তু সব জরিপ এবং পরিসংখ্যান এলোমেলো রেকর্ডবুকে ভাগ বসালেন ট্রাম্প। ইলেক্টোরাল ভোটের হিসাবে এবার আগের পরিসংখ্যান ভেঙে ফেললেন তিনি।
এ দিকে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ইতোমধ্যে কংগ্রেসের উচ্চকক্ষে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে নিম্নকক্ষে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৪২