ডেস্ক নিউজ : সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজের অগ্রগতি প্রতিবেদন তৈরি করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সেজন্য সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য সব বিভাগের কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল হক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে সব কর্মকর্তাবে এই নির্দেশনা প্রদান করেন।
ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক) (২) মোতাবেক স্থানীয় সরকার বিভাগের কর্তৃক গঠিত কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি প্রতিবেদন হার্ডকপি সাচিবিক দপ্তরে এবং সফটকপি ই-মেইলে আবশ্যিকভাবে প্রেরণের জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/রাত ৯:২২